ছবিতে-- গ্রেপ্তার তিন আসামির ‘ইনসেটে নিহত সাম্য’,
গভীর রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগতদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম গ্রেপ্তারকৃত ওই তিন আসামিকে কারাগাওে পাঠানোর আদেশ দেন।
তিন আসামি হলেন—মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮)। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
তবে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার এফ রহমান হল এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একদল দুর্বৃত্ত ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পওে ঘটনার গতকাল বুধবার সকালে নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি হলের ২২২ নম্বর কক্ষে বসবাস করতেন।
সাম্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সাম্যের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই এস এ এম শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, তার ভাইয়ের মরদেহ গ্রহণ করলাম। প্রথমে মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া নেওয়া হবে।
আ. দৈ./কাশেম