রবিবার, ১৫ জুন ২০২৫,
১ আষাঢ় ১৪৩২
ই-পেপার

রবিবার, ১৫ জুন ২০২৫
খেলাধুলা
আইপিএল: ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 14 May, 2025, 6:09 PM  (ভিজিট : 118)

আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না—এই খবর নিশ্চিত হওয়ার পরই মোস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি।

বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।  মোস্তাফিজকে নিতে ৬ কোটি রুপি খরচ করেছে দিল্লি। যদিও নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, কারণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন। ”

ফ্রেজার-ম্যাকগার্ক দিল্লি ক্যাপিটালসের সেই খেলোয়াড়দের একজন, যারা ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর দেশে ফিরে গেছেন।

আইপিএল ২০২৫ সাময়িকভাবে বন্ধ হয় ৮ মে, ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন।আইপিএলে ৫৭ ম্যাচ খেলে ৮.১৪ ইকোনোমি রেটে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, যেখানে ১৪টি উইকেট তুলে নিয়েছিলেন, যার মধ্যে একটি চার উইকেটের পারফরম্যান্সও ছিল। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি তাকে মৌসুম শেষে ছেড়ে দেয়। এরপর গত নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তিনি অবিক্রিত থেকে যান।

এই সময়ের মধ্যে মোস্তাফিজ আবার ফিরলেন তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। তখন তিনি ১০টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন।

২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে মোস্তাফিজ এখন পর্যন্ত ২৮১টি ম্যাচে অংশ নিয়ে ৩৫১টি উইকেট শিকার করেছেন—যা তাকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও কার্যকর বোলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও আইপিএলে ফিরিয়ে আনল।

আ.দৈ/আরএস



   বিষয়:  আইপিএল   ৬ কোটি   রুপিতে   মোস্তাফিজকে   দলে   নিল   দিল্লি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জরুরি বৈঠকে বসছে সোমবার
জাতীয নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা
সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ সিইসি
সাতক্ষীরায় সাবেক এমপি রিফাতের বাড়িতে সেনাবাহিনীর অভিযান,
২৪০০ আসনের বিপরীতে আবেদন ৬০ হাজারেরও বেশি
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আগতাড়াইল মানব কল্যাণ ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ
ঢাকা উত্তরের কৃষকদল নেতা রাফেলসহ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ
‘আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি’ বলে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই
ডিএনসিসির উত্তরায় দিয়াবাড়ি কোরবানির পশুর হাটের বর্জ্য এখনো পড়ে রয়েছে
বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক
খেলাধুলা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝