ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামের বিক্ষোভ হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে ডিএসসিসির নগরভবনের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন অনেকে।
নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা গণমাধ্যমকে জানান, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল ৯টা থেকে নগর ভবনের সামনের সড়কে লোকজন আসতে শুরু করেন। পরে তারা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
গত ২৭ মার্চ বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া পুরান ঢাকার গোপীবাগের বাসিন্দা আলমগীর কবির গণমাধ্যমাকে বলেন, ২০২০ সালে তারা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করে ছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া বা শপথ পড়াচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানাতে তারা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। এ বিষয়ে জানতে ইশরাক হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আ. দৈ./কাশেম