বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাজনীতি
জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 10 May, 2025, 9:13 PM  (ভিজিট : 151)

আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই৷ সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন৷

শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, ‘ধর্মান্তরিত হলে কোনো মুসলমান যেমন জানাজা পাওয়ার অধিকার হারায়, ঠিক একইভাবে গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের পরিচয় হারিয়েছে। এ জন্য দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই৷ সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন৷’

ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্যও স্বৈরাচার বলার সাহস দেখায়নি৷ পেশাগত জীবনের অজুহাতে এরা কখনো রাজপথে নেমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা টুঁ শব্দ পর্যন্ত করেনি৷ আর তাই ‘৩৬ জুলাইয়ের’ পর ১০ মাস অতিক্রান্ত হলেও সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। উল্টো ফ্যাসিবাদের অবৈধ রাষ্ট্রপতিকে ভিআইপি প্রটোকলে দেশত্যাগের সুযোগ করে দিয়েছে৷

তিনি বলেন, আসিফ নজরুল সাহেবকে জনতার সামনে এসে ব্যাখা দিতে হবে কেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার করার বিধান সংযুক্ত করতে পারলেন না৷ অথচ শুরুতেই এনডিএম আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিল৷ শহীদের রক্তের সঙ্গে কোন ছলচাতুরী আমরা মেনে নেব না।

ববি হাজ্জাজ বলেন, সরকার চালাতে হলে রাজনৈতিক দক্ষতা এবং জনগণের পালস বোঝার ক্ষমতা লাগে৷ আওয়ামী লীগের বিরুদ্ধে যে তীব্র জনরোষ সমাজে বিদ্যমান সেটা এনজিও নির্ভর উপদেষ্টা পরিষদ বুঝতে অক্ষম৷ আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি সর্বদলীয় বৈঠক করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং ব্যর্থ উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুথানের ১০ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য ‘এনজিও নির্ভর’ উপদেষ্টা পরিষদই দায়ী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আ.দৈ/আরএস




   বিষয়:  জানাজা   ছাড়াই   আওয়ামী লীগকে   কবর   দেওয়া   হবে  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমণ্ডিতে নারীকে মারধর
আ.লীগের লকডাউনে শিশুদের অস্ত্রধারী অবস্থান
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া পরও স্বামী বিবাহ দিলেন নিজের হাতেই
মিস ইউনিভার্সে ইতিহাস গড়লেন মিথিলা, দ্বিতীয় স্থান অর্জন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
দিল্লি হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অপহ্নত ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্তর লাশ উদ্ধার,গ্রেপ্তার-২
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝