সোমবার, ১ ডিসেম্বর ২০২৫,
১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
অর্থ-বাণিজ্য
বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল চূড়ান্ত
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Wednesday, 7 May, 2025, 6:13 PM  (ভিজিট : 178)

তৈরি পোশাকশিল্পের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিএমইএর নির্বাচনের সদস্যদের বড় প‍্যানেল সম্মিলিত পরিষদ এবারও শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে।

২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচনের প্যানেল নেতা এবং চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামের নেতৃত্বে ৩৫ সদস্যের এই প‍্যানেলে এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির সাবেক দুই সভাপতি ফারুক হাসান ও খন্দকার রফিকুল ইসলাম।


মঙ্গলবার বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ড তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। এর আগে সম্মিলিত পরিষদের ৪৩ জন প্রার্থী ৪৪টি মনোনয়নপত্র জমা দিয়েছিল। প্রচলিত রীতি অনুযায়ী, প্যানেল নেতা দুইটি মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন‍্যরা মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এর মধ্যে ঢাকা অঞ্চলে ২৬টি পরিচালক পদের অন‍্য প্রার্থীরা হলেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ফোর-এ ইয়ার্ন ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও উর্মি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও পশমি সুয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউল আজম, স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজিরুল শোভন ইসলাম, তুসুকা অ্যাপারেলস লিমিটেডের পরিচালক ফিরোজ আলম, শিন শিন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, স্পেস সুয়েটার্স লিমিটেডের সৈয়দ সাদেক আহমেদ, মায়া’স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশিকুর রহমান (তুহিন), বিটুবি এক্সিলেন্স লিমিটেডের মোঃ নুরুল ইসলাম এবং ফর্টিস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত হোসেন।
ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল, গালপেক্স লিমিটেডের মোঃ রেজাউল আলম মিরু, টর্ক ফ্যাশনস লিমিটেডের মোহাম্মদ কামাল উদ্দিন, টিএমএস ফ্যাশনস লিমিটেডের সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, সায়েম ফ্যাশনস লিমিটেডের আবরার হোসেন সায়েম, বি.জি. কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামান্না ফারুক থিমা, অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের মির্জা ফাইয়াজ হোসেন, ডেনিম অ্যাটায়ার্স লিমিটেডের হেলাল উদ্দিন আহমেদ, লিথি অ‍্যাপারেলস লিমিটেডের লিথি মুনতাহা মহিউদ্দিন, জোভিয়ান সোয়েটার লিমিটেডের একেএম আজিমুল হাই, টেক ম্যাক্স লিমিটেডের মঞ্জুরুল ফয়সাল হক, মিমো কটন জোন টেক্সটাইল লিমিটেডের এস এম মনিরুজ্জামান এবং পুলম্যান নিটওয়্যার লিমিটেডের মোহাম্মদ রাশেদুর রহমান।

চট্টগ্রাম অঞ্চলের ৯ জন প্রার্থী
চট্টগ্রাম অঞ্চলের সম্মিলিত পরিষদ প্যানেল নেতা ও ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এইচকেএফ লিমিটেড ও অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টস লিমিটেডের মোহাম্মদ মুসা, আর. এস. বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শেখর দাস, বিএসএ অ্যাপারেলস লিমিটেডের নাফিদ নাবি, প্যাসিফিক জিন্স লিমিটেডের সৈয়দ মোহাম্মদ তানভীর, আরডিএম অ্যাপারেলস লিমিটেডের মোস্তফা সারোয়ার রিয়াদ, টপ স্টার ফ্যাশন লিমিটেডের মোঃ আবসার হোসেন এবং সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাজী মোঃ শহীদ উল্লাহ।


নির্বাচনী সময়সূচি অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ৮ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মে, একই সময়ে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে।

দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত করার পর সম্মিলিত পরিষদের প্যানেল নেতা মোঃ আবুল কালাম বলেন, পোশাক খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বরাবরের মতো এবারও আমরা পোশাকশিল্পের পরীক্ষিত কিছু নেতাকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করতে পেরেছি। একই সঙ্গে কিছু তরুণ ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদেরও রাখা হয়েছে আগামী দিনের নেতৃত্ব তৈরির লক্ষ্যে।

তিনি বলেন, তারা একটি সুগঠিত, অংশগ্রহণমূলক এবং আরও শক্তিশালী বিজিএমইএ গঠনে নিরলসভাবে কাজ করবেন। প্যানেলের লক্ষ্য সদস্যদের স্বার্থ রক্ষা, উদ্ভাবন ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক মালিকানা প্রতিষ্ঠায় সক্রিয় কৌশল গ্রহণ করা।

সম্মিলিত পরিষদ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ন্যায্য ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন ও আস্থার দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।


বিজিএমইএ ২০২৫–২০২৭ দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। এছাড়া বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

র/আ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকে কর্মদক্ষতার পুরস্কার,৩ জন পরিচালক হলেন
বাংলাদেশ কমার্স ব্যাংক ও এফএসিডি-সিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
ক্ষমতায় না গিয়েও অনেকে দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
লৌহজং উপজেলা আ’লীগ নেতার অবৈধ সম্পদের মামলা
এবার হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন শুনানি ৫ জানুয়ারি
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা, বিপর্যয় বিষয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্টজন কে এই শিহাব নূর
জাতীয় নির্বাচনে বরিশাল-১ এ​ ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী ইলিয়াস মিয়া
ফরিদপুর- ১ আসনে বিএনপির মনিরুজ্জামান মোটর শোভাযাত্রা
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকাণ্ডে খুনিদের দাবি আরিফুর রহমানের
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝