অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম শীর্ষক প্রোগ্রামের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে পূবালী ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (ঝওঈওচ-চওট) মোঃ নজরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি’র ঋণ বিভাগের মহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বণিক এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র/আ