শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
জাতীয়
পরিদর্শনকালেই নির্মাণকাজের ঠিকাদারকে হুশিয়ারি
ডিএনসিসির বেরাইদে উন্নয়ন কাজে ত্রুটি , ক্ষিপ্ত ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 25 April, 2025, 5:13 PM  (ভিজিট : 54)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডের অন্তর্গত বেরাইদ এলাকায় ৭ কি.মি. রাস্তার উন্নয়ন ও নির্মাণ কাজের শেষ পর্যায়ে ত্রুটি পেয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির ৪২নং ওয়ার্ডের (বেরাইদ ও আশেপাশে এলাকা) চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ প্রমুখ।

 প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘বেরাইদ ও আশেপাশের এলাকায় চলমান কাজে কয়েকটি জায়গায় ত্রুটি পেয়েছেন। এর ফলে প্রশাসক সংশ্লিষষ্ট ঠিকাদারকে ইতোমধ্যে হুশিয়ারি দেওয়া হয়েছে এবং একই সাথে তাদেরকে নিজ খরচে ওইসব মেরামত করার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হবে বলে সাংবাদিকদেও জানান।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ  বলেন,আরও ১৯ কি.মি. রাস্তার কাজ দ্রুতই শুরু হচ্ছে। তিনি বলেন, ‘ডিএনসিসির নতুন ও পুরাতন এলাকাগুলোর মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। পুরনো এলাকার রাস্তা ও ড্রেনসহ অন্যান্য উন্নয়ন করা হয়েছে। কিন্তু সেসব এলাকায় সমস্যা রয়েছে মাঠ, পার্ক ও ফুটপাত এসব দখল। আমরা এগুলো দখলমুক্ত করতে কাজ করছি, আর ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন, ফুটপাত এগুলো নির্মাণ করতে হবে। নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পনা করে সাজানো হবে। কোন ইনজাস্টিস হবে না নতুন ওয়ার্ডগুলোতে। নতুন আরবানাইজেসন করা হবে কিন্তু পরিকল্পিত হবে।’

প্রশাসক আরও বলেন, ‘একসময় এগুলো ইউনিয়ন ছিল। অনেক জায়গায় অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হয়ে গেছে। এসব বাড়িঘর ভেঙে প্রশস্থ রাস্তা নির্মাণ করা বেশ সময়সাপেক্ষ। এসব আমরা করবো কিন্তু সময় লাগবে। বিশেষ করে দক্ষিণখান-উত্তরখানের মানুষ ধৈর্যহারা হয়ে গেছেন। তাদের চলাচলের জন্য রাস্তা নাই, জলাবদ্ধতা সমস্যা। আমি তাদের সাথে বসেছি। সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা করে কাজ করছি।’

তিনি বলেন, ‘বেরাইদ ও আশেপাশের এলাকায় সরেজমিনে এসেছি। এই এলাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম নেওয়া হচ্ছে। আমরা চাই এই এলাকা যেন দক্ষিণখান-উত্তরখানের মতো অপরিকল্পিত নগরায়ন না হয়ে যায়। এই এলাকার রাস্তা নির্মাণের অনেক আবেদন পেয়েছি৷ তাই আমি নিজে সরেজমিনে পরিদর্শনে এসেছি, আবেদন অনুযায়ী রাস্তাগুলোর যৌক্তিকতা আছে কিনা সেটি দেখছি। জনগণের জন্য লাভবান হলেই রাস্তা নির্মাণ করা হবে, অন্যথায় হবে না।’

তিনি বলেন, ‘বেরাইদ ও আশেপাশের এলাকায় চলমান কাজে কয়েকটি জায়গায় ত্রুটি পেয়েছে, ঠিকাদারকে ইতোমধ্যে হুশিয়ারি দেওয়া হয়েছে তাদের নিজ খরচে মেরামত করার জন্য। ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে আমরা ব্যবস্থা নিব, প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হবে।’

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে প্রশাসক বলেন,ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘ আগে অনেক জায়গা থেকে অভিযোগ পেয়েছি মশার ওষুধ ঠিকমতো ছিটানো হয় না। তাই যারা এই কাজটি করতো তাদের সাথে চুক্তি আর নবায়ন করা হয়নি। মশার ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কিনা সেটি তদারকিতে আমরা সেনাবাহিনীকে সম্পৃক্ত করা সিদ্ধান্ত নিয়েছি। 

ঢাকার হাসপাতালগুলোতে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার বিষয়ে আমরা আহবান জানিয়েছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের বাসা-বাড়ি পরিষ্কার করতে হবে। অন্তত সপ্তাহে দুইদিন যার যার বাড়ি ও আঙিনা পরিষ্কার করতে হবে। আমরা অভিযান করবো, এডিসের লার্ভা পেলে জরিমানা করা হবে।’প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন,ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে (নগর স্বাস্থ্য কেন্দ্রে) বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে বলে।

ডিএনসিসির নতুন এলাকায় হোল্ডিং ট্যাক্স বিষয়ে সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা কর মেলা (হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য) আয়োজন করবো। এই মেলায় ওয়ান স্টপ সেল থাকবে। সেখানে একদিনেই তাৎক্ষনিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। মেলাতেই কর ছাড়ের আবেদনের ব্যবস্থা করবো। ভোগান্তি ছাড়া স্বল্প সময়ে মেলাতে আপনারা হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। নতুন এলাকার জন্য শুধু গৃহকর নেওয়া হবে, এছাড়া অন্য কোন কর নেওয়া হবে না।’

আ. দৈ./ কাশেম

   বিষয়:   ডিএনসিসির   বেরাইদ   উন্নয়ন কাজে   ত্রুটি ক্ষিপ্ত    ডিএনসিসি   প্রশাসক  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন
ইরান এগিয়ে আসছে পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে
‘সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামীর’ : তাহের
সিএনজি-পিকআপ সংঘর্ষে রাঙ্গামাটিতে নিহত ৫
ঐতিহাসিক মুহূর্তে আছে বর্তমান সরকার, দ্রুত জাতীয় নির্বাচনে যেতে চায়: আলী রীয়াজ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বিসিএসআইআর’র ৬ কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে অনিয়ম, দুদকের অভিযান
পুরোদমে কার্যক্রম চলছে ইউনিয়ন ব্যাংকে: এমডি
ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর ড্র অনুষ্ঠিত
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝