বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মোঃ সালাউদ্দিন আইয়ুবীর মা মোসাম্মত আসমা খাতুন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, নয় সন্তান, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা আজ (২৩ এপ্রিল) বুধবার গাজীপুরের রায়েদ ইউনিয়নের বেলাশী প্রাইমারি স্কুল মাঠে আসরের নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, মোঃ আজহারুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মুহাম্মদ মামুনসহ মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শোক বার্তায় তারা মরহুমাকে একজন ধার্মিক, নিষ্ঠাবান ও ইসলামের প্রতি নিবেদিতপ্রাণ নারী হিসেবে স্মরণ করেন। তারা মহান আল্লাহর কাছে তাঁর গোনাহ মাফ ও জান্নাতুল ফেরদৌসে স্থান কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আ. দৈ./ কাশেম