ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর, আজ বুধবার (২৩ এপ্রিল) অঞ্চলজুড়ে পালিত হচ্ছে সম্পূর্ণ ‘শাটডাউন’। গত ৩৫ বছরে প্রথমবারের মতো এমন স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ ও প্রতিবাদ দেখা গেছে।
মসজিদের লাউডস্পিকারে জনগণকে শাটডাউনে অংশ নেওয়ার আহ্বান জানানো হলে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে। স্থানীয় বাজার, দোকান ও পর্যটনকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়, এবং শুরু হয় বিক্ষোভ মিছিল।
মঙ্গলবারের (২২ এপ্রিল) ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে ছিলেন সৈয়দ আদিল হোসেন শাহ—যিনি পর্যটকদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন। জানা গেছে, তিনি হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান।
এই ঘটনার জেরে পাহেলগামের স্থানীয় দোকানি ও হোটেল মালিকরা একটি প্রতিবাদ মিছিল করেন। তাঁরা ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ ও ‘আমি ভারতীয়’ স্লোগানে মুখরিত হয়ে জানান, তারা ক্ষতিগ্রস্ত পর্যটকদের পাশে আছেন। অনেক হোটেল মালিক পর্যটকদের জন্য ১৫ দিনের বিনামূল্যে থাকার ব্যবস্থা করার ঘোষণাও দেন।
স্থানীয় হোটেল মালিক আসিফ বুরজা বলেন, “এটা শুধু পর্যটনের বা অর্থনীতির বিষয় না, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। নিহতদের কথা মনে পড়লেই মাথা নিচু হয়ে আসে। ওদের কী দোষ ছিল? ওরা তো শুধু ভ্রমণে এসেছিল।”
আরেক প্রতিবাদকারী বলেন, “আমরা এই সন্ত্রাস মেনে নেব না। যদি দরকার হয়, আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়াব। এটি আমাদের অস্তিত্বের ওপর আঘাত।”