ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন (ইসি) ভালো নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য ইসির জবাবদিহিতার বিধান থাকা দরকার।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন সাইফুল হক।
সাইফুল হক জানান, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে। ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনও পাবলিক করেননি। আমরা বলেছি, এক তরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলা-পরামর্শ করে, বিচার বিবেচনা আমলে নিয়ে এটা প্রণয়ন করেন তাহলে এটার একধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে।
ইসির স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার প্রয়োগ দেখতে চাই জানিয়ে সাইফুল হক আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতাকে কীভাবে বাড়ানো যায়, সক্ষমতা বাড়ানোর পরামর্শ হাজির করেছি। একই সঙ্গে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার।
তিনি বলেন, ইসি ইতোমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে। আমরা জানতে পেরেছি, ডিসেম্বরকে লক্ষ্য ধরে নিয়ে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছে। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ আলোচনা করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট পথ, নকশা ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।
নির্বাচন কমিশনে যদি ফেরেশতাও বসিয়ে দিই, ইসি আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না মন্তব্য করে বর্ষীয়ান এই নেতা আরও বলেন, এটা যৌথ অর্কেস্ট্রার মতো। এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে; আমরা বিশ্বাস করি অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান। যেহেতু তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কথা নয়। অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক আন্তরিকতা, ইসি, রাজনৈতিক দল ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণের সচেতন ভূমিকার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ সংসদের অর্থপূর্ণ কার্যকর নির্বাচন দেখতে পাবো। ১৬ বছর ধরে অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচনের অপেক্ষা করছে বলে জানান তিনি।