বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বিনোদন
মেঘনা আলমের মুক্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 21 April, 2025, 5:05 PM  (ভিজিট : 202)

মডেল ও সমাজকর্মী মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ২৭ জন নারী। রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবর পাঠানো এক স্মারকলিপিতে তারা মেঘনার নিঃশর্ত মুক্তি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন।

স্মারকলিপিতে স্বাক্ষরকারী নারীরা দেশের বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব করছেন—তাদের মধ্যে রয়েছেন আইনজীবী, শিক্ষাবিদ, গবেষক, সংস্কৃতিকর্মী, লেখক ও সংগীতশিল্পীরা। তারা মনে করেন, মেঘনাকে যেভাবে আটক করা হয়েছে, তা একজন নাগরিকের মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৯ এপ্রিল কোনো পরোয়ানা ছাড়াই রাজধানীর নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। এ সময় প্রায় ৩০ জন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তার সমন্বয়ে অভিযানে অংশ নেওয়া হয়, যখন মেঘনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারে (লাইভ) ছিলেন। আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তাকে আদালতে হাজির করে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, ‘কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা’ এবং ‘অর্থনৈতিক ক্ষতির ষড়যন্ত্র’ করার অভিযোগে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয়—একজন নারী নাগরিককে গ্রেপ্তারে এত বড় পরিসরে পুলিশি তৎপরতা কেন প্রয়োজন হলো? কে এই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন? কোন প্রক্রিয়ায় তাকে “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” হিসেবে চিহ্নিত করা হলো? তারা আরও বলেন, "যখন দেশজুড়ে সাধারণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন একটি বাসা থেকে একজন নারীকে গ্রেপ্তারে এতসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা কতটা যৌক্তিক?"

স্মারকলিপিতে সইকারী বিশিষ্ট নারীদের মধ্যে রয়েছেন—আইনজীবী ইশরাত জাহান ও তাবাসসুম মেহেনাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর্জা তাসলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, নৃবিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, আলোকচিত্রী পদ্মিনী চাকমা, লেখক ও গবেষক পারসা সানজানা, সমাজকর্মী রাবেয়া হক, প্রাবন্ধিক তুলি রহমানসহ আরও অনেকে।

 তারা মেঘনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পেছনে থাকা কারণগুলো পরিষ্কার করতে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন। একইসঙ্গে রাষ্ট্রীয় শক্তির এমন ব্যবহারে নারীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

আ.দৈ/আরএস


   বিষয়:  মেঘনা আলমের   মুক্তির   দাবি   জানিয়ে   প্রধান উপদেষ্টাকে   ২৭ বিশিষ্ট   নারীর   স্মারকলিপি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আ.লীগের লকডাউনে শিশুদের অস্ত্রধারী অবস্থান
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া পরও স্বামী বিবাহ দিলেন নিজের হাতেই
মিস ইউনিভার্সে ইতিহাস গড়লেন মিথিলা, দ্বিতীয় স্থান অর্জন
রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
দিল্লি হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অপহ্নত ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্তর লাশ উদ্ধার,গ্রেপ্তার-২
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
বিনোদন- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝