বাংলাদেশের শেয়ারবাজারে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ সুযোগ তৈরিতে একসাথে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং জয়তুন বিজনেস সল্যুশন। সম্প্রতি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর বনানী কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের আওতায়, উভয় প্রতিষ্ঠান দেশের গ্রামীণ জনগণকে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ সহজলভ্য করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড #AccessToInvestment ক্যাম্পেইন পরিচালনা করবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব এবং জয়তুন বিজনেস সল্যুশনের চেয়ারম্যান মো: আরফান আলী।
চুক্তির অংশ হিসেবে, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট জয়তুনের গ্রামাঞ্চলীয় ডিজিটাল বুথগুলোতে গ্রাহকদের সরকারি সিকিউরিটিস এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগে সহায়তা করবে। গ্রাহকরা প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত ফ্ল্যাগশিপ উদ্যোগ 'প্রাইমইনভেস্ট' এর সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবার মাধ্যমে, গ্রাহকরা বিনিয়োগ সুরক্ষা সুবিধা পাবেন এবং নারী, প্রবাসী, শরীয়াহ অনুসরণকারী এবং ইয়ুথ সহ বিভিন্ন সেগমেন্টে মাসিক বিনিয়োগ পরিকল্পনা করতে পারবেন।
প্রাইমইনভেস্টের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবেন এবং একই সঙ্গে বিনিয়োগ ঝুঁকি সর্বোচ্চ কমানো যাবে। এছাড়া, কর অব্যাহতি এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করার সুযোগও প্রদান করা হবে।
এই অংশীদারিত্ব শুধুমাত্র পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগকে এগিয়ে নেবে না, বরং তাদের বৃহত্তর লক্ষ্য অর্জনেও সহায়ক হবে। পিবিআইএল-এর উদ্দেশ্য হলো- দেশের সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের কাছে ডিজিটাল মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পৌঁছানো।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব বলেন, "বিনিয়োগ খাতে প্রথমবারের মতো এই ধরনের অংশীদারিত্ব আমাদের প্রতিশ্রুতি পূরণের এক গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে ডিজিটালি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ তৈরি হবে যা বিশেষত সুবিধাবঞ্চিত এলাকাগুলোর মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।"
জয়তুন বিজনেস সল্যুশনের চেয়ারম্যান মো. আরফান আলী বলেন, "গ্রামীণ জনগণের আর্থিক ক্ষমতায়নে জয়তুনের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের অংশ হিসেবে এই অংশীদারিত্ব অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে যুক্ত হয়ে আমরা স্টেকহোল্ডারদের একটি নিরাপদ এবং স্থিতিশীল আর্থিক ভবিষ্যত গড়ার সুযোগ দিতে সক্ষম হব।"
উল্লেখ্য, উভয় প্রতিষ্ঠানই নিরবচ্ছিন্ন কারিগরি সহায়তা এবং গ্রাহক সেবা প্রদানে নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
র/আ