ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক এমপি বেনজীর আহমদ ও স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৮ কোটি ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১১ টি ব্যাংক হিসাবে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকা টাকা সন্দেহজনভাবে লেনদেন করার সুনিদিষ্ট অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, দুদকের পক্ষ থেকে অভিযুক্ত সাবেক এমপি বেনজীর আহমেদ এবং তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ফৌজদারি দণ্ডবিধির ১০৯ ধারা, ১৯৪৭ সালের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২ ও ৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক কর্মকর্তা বলেন, মামলায় অভিযোগ সংশ্লিষ্ট সাবেক এমপি বেনজীর আহমদের ১৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩১ টাকার সম্পদের তথ্য পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। বেনজীর আহমদের পারিবারিক ও অন্যান্য খরচ বাদে তার বৈধ উৎস থেকে অর্জিত অর্থ পাওয়া যায় ১৮ লাখ ৬৭ হাজার ৭০ টাকা। এক্ষেত্রে বেনজীর আহমদের জ্ঞাত আয় বহির্ভূত অর্থাৎ অবৈধ সম্পদ পাওয়া যায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা। এছাড়া অভিযুক্ত বেনজীর আহমদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ১১ টি ব্যাংক জমা ও উত্তোলনসহ মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকা টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, দুদকের অনুসন্ধান টিমের সুপারিশের বেনজীর আহমেদ বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২ ও ৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আরও বলেন, অভিযোগ সংশ্লিষ্ট সাহিনা আহমদ ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বৈধ উৎস থেকে অর্জিত অর্থ পাওয়া যায় ২৫ লাখ ৭৪ হাজার ১৬৭ টাকা। এক্ষেত্রে সাহিনা আহমদ জ্ঞাত আয় বহির্ভূত অর্থাৎ তার সম্পদ পাওয়া যায় ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকা। অভিযোগ সংশ্লিষ্ট সাহিনা আহমদ তার স্বামী বেনজীর আহমদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এ সম্পদ অর্জনপূর্বক ভোগ-দখলে রেখেছেন তা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে দুদকের অনুসন্ধান টিমের সুপারিশে সাহিনা আহমদ ও তার স্বামীর বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়।
আ. দৈ. / কাশেম