বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভিন্ন ক্রিকেট লীগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, টিকেট বিক্রয়ে অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থ অর্জনসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । অভিযানে প্রায় ১৯ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে দুদক।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান পরিচালনা করেছে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি আরো জানান, ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের বাছাই পর্বে (3rd Division Qualifying) বিগত বছরগুলোতে ৩/৪টি ক্লাব থেকে নামসর্বস্ব আবেদন দেখিয়ে দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে এরূপ প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম। অপরদিকে বিপিএল এর টিকেট বিক্রি নিয়ে আর্থিক অনিয়মেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
দুদক টিম জানতে পারে সদ্যসমাপ্ত ১১তম বিপিএলে টিকেট বিক্রয়ের মাধ্যমে আয় ১৩ কোটি টাকা দেখানো হলেও ৩য় থেকে ১০ম বিপিএল, তথা ৮ বছরে বিসিবির আয় দেখানো হয়েছে ১৫ কোটি টাকা- যা বিগত বিপিএলগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের ইঙ্গিত বহন করে। “ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০” বাস্তবায়নে ২৫ কোটি ৩৮ লাখ টাকা খরচ দেখানো হলেও প্রকৃতপক্ষে মাত্র ৭ কোটি টাকা খরচ হয়েছিলো এমন তথ্য পায় দুদক টিম। অর্থাৎ এক্ষেত্রে প্রায় ১৯ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়।
অভিযানকালে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতার প্রেক্ষিতে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র যাচাই বাছাই করে কমিশন বরাবর প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./কাশেম