ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন লিওনেল মেসি, তবে তার খেলার মধ্যে বয়সের কোনও প্রভাব পড়েনি। মেসি ভক্তরা ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি পরা তাকে দেখতে চাইছেন, কিন্তু মেসি এখনও এ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। এবার মেসির বিশ্বকাপ খেলা নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি মেসির বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও কিছু বলার আগ্রহ দেখাননি। বরং তিনি সময়ের ওপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। তিনি মেসিকে এই বিষয়ে বিরক্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "আমরা দেখব কী হয়, এখনও অনেক সময় রয়েছে। একে একে ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে। নয়তো আমাদের বারবার একই কথা বলতে হবে।"
এছাড়া, স্কালোনি বলেন, "আমাদের উচিত তাকে একটু বিশ্রাম দেওয়া। সময় আসলে আমরা দেখব। মেসি যা চায়, সেটা তার উপরেই নির্ভর করে। দয়া করে তাকে বিশ্বকাপ নিয়ে অযথা চাপ সৃষ্টি করবেন না।"
এটি একদম নতুন নয় যে, স্কালোনি আগে থেকেই মেসির উপর কোনও চাপ চাপাতে চান না। তিনি বলেছিলেন, "আমার একমাত্র চাওয়া, সে যেন সুখী থাকে। সে যা করতে চায়, তা সে নিজেই ঠিক করবে। তার ভবিষ্যত সম্পর্কে আমরা কিছু বলতে পারি না।"
২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, এবং এটি হবে প্রথম ৪৮ দল নিয়ে আয়োজিত ফুটবলের সবচেয়ে বড় আসর।
আ.দৈ/আরএস