খেলার সময় হার্ট অ্যাটাক করে বর্তমানে হাসপাতালে ভর্তি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রিং পরানোর পর বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি। আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তামিমের। জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে।
গতকাল সোমবার তামিমের হার্ট অ্যাটাকের ঘটনায় পুরো দেশ নড়ে বসে। এমনকি বিদেশে খবর চলে যায়। তিনি এখন সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন। আজ তাকে দেখতে ছুটে গেছেন তার সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন রেজা। তামিমের সুস্থতায় মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি জানিয়েছেন দুজনে। সাকিবের বাবার আশা, দ্রুত সুস্থ হয়ে তামিম ফিরে যাবেন তার বাসায়।
হাসপাতালে তামিমকে দেখে সাকিবের বাবা মাশরুর সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাকিবের সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা আমি জানি না। তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। খুব শিগগিরেই বাসায় চলে যেতে পারবে।’
তিনি জানান, তামিমের জন্য নামাজ পড়ে দোয়া করেছেন গতকাল। তিনি বলেন, ‘দোয়া করা ছাড়া এ মুহূর্তে আর কি করার আছে বলেন। এ মুহূর্তে তামিমকে দেখলাম। তার জন্য দোয়া করলাম। গতকালও নামাজ পড়ে দোয়া করেছি।’
এদিকে সাকিবের মা শিরিন রেজার কণ্ঠেও একই কথা। তামিমের জন্য দোয়া চাইলেন তিনি। শিরিনের ভাষ্য, ‘সবাই দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ রহম করেছেন। অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এখন সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।’
আ.দৈ/আরএস