দেশের সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে ক্যাটারেক্ট সার্জারিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল কে সহযোগিতা করবে ইস্টার্ন ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকটি তার সিএসআর এর অংশ হিসেবে বিইটিএইচ’কে চল্লিশ লক্ষ টাকা প্রদান করেছে।
আজ (২০ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচলক আহমেদ শাহীন, বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডঃ নিয়াজ আব্দুর রহমানকে চেক হস্তান্তর করেন।
আহমেদ শাহীন তার বক্তব্যে বলেন, “ইস্টার্ন ব্যাংকের অন্যতম মিশন- কার্যকর ও টেকসই কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সাথে আমাদের পার্টনারশীপের ফলে হাজারো মানুষের জীবনে আশার সঞ্চার হবে যারা নিরাময়যোগ্য অন্ধত্বে ভুগছেন। এই পার্টনারশীপের মাধ্যমে আমরা একটি অধিকতর স্বাস্থ্যবান ও ন্যায্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার অংশীদার হতে চাই।
ডঃ নিয়াজ আব্দুর রহমান জানান, “বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, বাংলাদেশ আই হসপিটাল ইন্সটিটিউটের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো বিনামূল্যে অথবা ছাড়কৃত মূল্যে সুবিধাবঞ্চিতদের চক্ষুসেবা প্রদান করা। গত এগারো বছরে আমরা বিনামূল্যে আঠারো হাজার ক্যাটারেক্ট সার্জারি করতে পেরেছি। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের প্রদত্ত সহায়তার ফলেই এটা সম্ভব হয়েছে। আজকে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের যে পার্টনারশীপের সূচনা হলো, আমি আশা করি তা দীর্ঘমেয়াদী হবে এবং আমরা একত্রে বাংলাদেশের অন্ধত্ব মোকাবিলায় অবদান রাখতে সক্ষম হবো”।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল দেশের সুবিধাবঞ্চিত মানুষদের অতি প্রয়োজনীয় চক্ষুসেবা প্রদান করে আসছে। ইস্টার্ন ব্যাংকের পার্টনারশীপের মাধ্যমে আই স্ক্রিনিং ক্যাম্প, রোগীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বিনামূল্যে ক্যাটারেক্ট সার্জারি সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের নির্বাহী পরিচালক ডঃ মাহজিবা রহমান চৌধুরী, কনসালটেন্ট ডঃ মেহরাজ রহমান চৌধুরী, মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম সাঞ্জিদ; ইস্টার্ন ব্যাংকের কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, প্রশাসন বিভাগ প্রধান মেজর (অবঃ) আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন, বিজনেস ইনফর্মেশন সিস্টেমের প্রধান মোঃ মাশকুর রেজা, কমপ্লায়েন্স বিভাগ প্রধান মোঃ শাহজাহান আলী, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান মোস্তফা সারোয়ার এবং ফাইন্যান্সিয়াল অপারেশন্স এন্ড কনট্রোল প্রধান মোঃ সফিকুল ইসলাম জাহিদ।
র/আ