দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং সমন্বিত ইসলামী ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যাভেরিক এন্টারপ্রাইজ লিমিটেড (দীন ইসলামিক) এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং ম্যাভেরিক এন্টারপ্রাইজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং দীন ইসলামিক-এর জেনারেল ম্যানেজার শামীমা রহমান।
এই অংশীদারিত্বের মাধ্যমে শরিয়াভিত্তিক ডিজিটাল উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক আরও এক ধাপ এগিয়ে গেল। দীন ইসলামিক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা ইসলামী জীবনধারা ও আর্থিক সেবাকে একত্রে উপভোগ করতে পারবেন।