মার্চ মাসটি ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বাছাই পর্বে তাদের দুটি ম্যাচই দক্ষিণ আমেরিকার ইনফর্ম দলের বিপক্ষে।
আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো লড়াইয়ে নামবে সেলেসাওরা। এই ম্যাচটি হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে।
তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বেশ বেকায়দায় আছে ব্রাজিল। একদিকে পয়েন্ট তালিকায় তারা পাঁচ নম্বরে, অন্যদিকে দলের বড় তারকা নেইমার ইনজুরির কারণে ছিটকে গেছেন। নেইমারের অনুপস্থিতিতে বড় ধাক্কা খেয়েছে দলটি।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। কিন্তু এই ম্যাচের আগে ব্রাজিল দলের ৯ জন খেলোয়াড় নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন। তাদের প্রত্যেকের নামের পাশে একটি করে হলুদ কার্ড রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে আরেকটি কার্ড দেখলেই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তারা।
নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়রা হলেন- ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, রাফিনহা, এডারসন, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, দানিলো ও ম্যাথিয়াস কুনিয়া।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের নিয়মানুযায়ী, দুইটি হলুদ কার্ড পেলে একজন ফুটবলার পরের ম্যাচে নিষিদ্ধ হন। কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে যদি এদের কেউ কার্ড পান, তবে তারা আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না।
এদিকে দীর্ঘ ১৮ মাস পর দলে ফিরেছিলেন নেইমার এবং দুর্দান্ত ফর্মেও ছিলেন। কিন্তু নতুন করে ইনজুরিতে পড়ায় ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন তিনি। এছাড়া, নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের মধ্যে যদি কেউ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পান, তবে ব্রাজিলের জন্য আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আরও কঠিন হয়ে উঠবে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২৫। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলম্বিয়া এবং ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম।
আগামী ম্যাচগুলো ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে তাদের সেরা একাদশ মাঠে নামাতে পারবে কি না, তা নির্ভর করছে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর।
আ.দৈ/আরএস