আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আনন্দময় ভ্রমণ ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রি হচ্ছে শুরু হয়েছে আজ শুক্রবার (১৪ মার্চ)। ঈদে অগ্রিম টিকিট বিক্রি পাওয়া যাচ্ছে ২৪ মার্চের যাত্রার। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন। দিনের শুরুতেই সকালে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়।
ট্রেনের টিকেট পাওয়া সংকট, তবে বাসের টিকেট পেতে কোন সমস্যা হচ্ছে না। রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী বাসের টিকেট এখনো বিক্রি শুরু হয়নি।
তিনি বলেন, সকাল ৮টা থেকে এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলের ৯৫ শতাংশ টিকিট বিক্রি শেষ হয়েছে। অল্প কিছু টিকিট বিক্রি বাকি আছে সেগুলো স্বল্প দূরত্বের। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত টিকিট কিনতে ওয়েবসাইটে ২০ লাখ হিট পড়েছে। গতকাল সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে ওই সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের টিকিট অবশিষ্ট ছিল।বেলা ১১টার দিকে মোটামুটি সব অঞ্চলের ট্রেনের টিকিটই শেষ হয়ে গেছে। এর ফাঁকেও একটি-দুটি ট্রেনের টিকিট মাঝেমধ্যে দেখাচ্ছে তাও স্বল্প দূরত্বের।
গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমকে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন বলেন, দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর ২টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ১৭ লাখ বার ওয়েবসাইটে হিট করা হয়। এরই মধ্যে অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে টিকিটের সংখ্যা এমনিতেই কম। সব মিলিয়ে ১৭ হাজারের কিছু বেশি আসন আমরা দিতে পারছি।
আ. দৈ. /কাশেম