ঢাকার সাভারে অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি ও ছিনতাই হওয়া মোট ১৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন।
বৃহস্পতিবার ( ৬ মার্চ) দুপুরে সাভার থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল) শাহিনুর কবীর।
এর আগে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাভারের ব্যাংক কলোনির বাজার রোডের নাবিদুল ইসলাম সাফিন এর টিন সেড বাসায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ কাসেম (৫৫), বজলু মিয়া (৪০), আইয়ুব হোসেন (৩০), আজাদ হোসেন (২৩), বাবু (১৯), ফেরদৌসী বেগম (৪০) এবং শুসমিতা (১৯)। তারা সকলেই জামালপুরের মাদারগঞ্জ থানার বাসিন্দা।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)শাহিনুর কবীর জানান, গত ১ মার্চ সন্ধায় সাভারের নিজ বাসা থেকে উলাইল যাবার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির শিকার হন লুৎফর রহমান নামে এক ব্যাক্তি। সেসময় দুইজন মহিলা সহ ৭/৮ জন ডাকাত তার কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সাভারের ব্যাংক কলোনী বাজার রোড এলাকায় একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত নারিসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাই করা ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।
এসম তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ৭ জনের বিরুদ্ধে জামালপুর ,মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
আ.দৈ/আরএস