ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘করিমগঞ্জ-তাড়াইল উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়(ঈশা খাঁ)’র আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শামীম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার করিমগঞ্জ-তাড়াইল উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়(ঈশা খাঁ) এই নতুন কমিটি ঘোষণা করেন । আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি মো. হৃদয় আজকের দৈনিককে বলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ-তাড়াইল উপজেলার অন্যতম ছাত্র সংগঠন ঈশা খাঁ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সংগঠন গুলোর মধ্যে অন্যতম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া করিমগঞ্জ তাড়াইল উপজেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধান এবং সংগঠন উন্নয়নের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
শিক্ষার্থীদের কল্যাণে আমরা একসাথে নতুন উদ্যোগ বাস্তবায়ন করবো। নতুন চিন্তাধারার বাস্তবায়ন ঘটিয়ে শিক্ষার্থীদের উন্নতি নিশ্চিত করবো। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতায় যাতে ‘ঈশা খাঁ’কে পাশে পায় তা নিশ্চিত করবো।