রাজধানীর ৩৭/২, পুরানা পল্টন, কালভার্ট রোড জামান টাওয়ারের আগুনে ঘটনা ঘটেছে আজ বুধবার ভোর সাড়ে ৫টায়।
স্থানীয়দের অভিযোগ ভবনটির অগ্নি নিরাপত্তা সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এতে হোটেল রে্টিুরেন্ট ও বারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে ভবন মালিক ও দ্কোন মালিকরা।
আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস জানায় ৪র্থ ও ৫ম তলায় থাকা একটি মদের বারের তেকে আগুনের শুরু। পরে সেটি ছড়িয়ে পরে।
বারের ম্যানেরজার রবিউল মুঠোফোনে দাবি করেন, ভবনটির ফায়ার সার্টিফিকেট না থাকলেও তাদের ব্যবসা পরিচালনার জন্য প্রেয়োজনীয় অগ্নি নিরাপত্তা সার্টিফিকেট ঠিকই রয়েছে। আর আগুনটি লেগেছে তাদের স্থাপনায় নয় বরং বাইরের বৈদ্যুতিক তাঁরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় অগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জীবিত উদ্ধার:করা হয়েছে ২ জন
পুরুষকে।
এমআই