সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
খেলাধুলা
একদিন পরই সাকিবের নাম প্রত্যাহারে রূপগঞ্জের চিঠি
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 23 February, 2025, 6:40 PM  (ভিজিট : 156)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী মৌসুমের জন্য গতকাল অনলাইনের মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান সাকিব আল হাসান। তবে দলবদলের দ্বিতীয় দিন রোববার (২৩ ফেব্রুয়ারি) তার নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

এদিকে সাকিব প্রসঙ্গে রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেছেন, আপনারা সকলেই জানেন গতকাল সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দল-বদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিব আল হাসানের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন আপাতত উনার দল-বদলটা স্থগিত রাখার জন্য। 

সাকিবের চিঠি প্রসঙ্গে এই কর্মকর্তা আরও বলেন, আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়েছি সাকিব আল হাসানের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে, সেই আবেদনটা আমরা ক্লাবের পক্ষ থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন, আপনারা জানেন সে দেশে আসতে পারছেন না। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলের দলবদলের প্রথমদিনে সাকিবকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা ছিল আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।

এ বিষয়ে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর মালিক লুৎফর রহমান বাদল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সবচেয়ে বড় আকর্ষণ সাকিব হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতেই ছিল। ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই সবচেয়ে বড় নিউজ।’

সাকিব দেশের মাটিতে ডিপিএল খেলতে আসবেন কি না এমন প্রশ্নের জবাবে বাদল বলেন, ‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের একটা সম্পদ। যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই সে আমার সঙ্গে ছিল। এখনও আশা করি আমার সঙ্গে থাকবে। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’

তবে সাকিবের সামনে রয়েছে আরেকটি চ্যালেঞ্জ। সেটি তার ‘বোলিং নিষেধাজ্ঞা’। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর বার্মিংহাম ও ভারতে দুই দফা পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। নতুন করে আবারও পরীক্ষা দেবেন বলে জানিয়েছে রূপগঞ্জের মালিক বলেন, ‘সে ইংল্যান্ডে রোজার মধ্যে তৃতীয়বার (বোলিং) পরীক্ষা দিতে আসবে। এজন্য সেখানে সে একজন কোচও নিয়েছে। তার সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবে এবং পাস করলে আশা করি খেলতে পারবে বাংলাদেশে।’

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ডিপিএলকে সামনে রেখে দল গোছানোর কাজে ব্যস্ত ক্লাবগুলো। লিজেন্ডস অব রূপগঞ্জ সাকিবকে দলে ভেড়ানোর মাধ্যমে বড়সড় চমক দিয়েছে।

প্রসঙ্গত, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে দেশে ফেরেননি সাকিব আল হাসান। তার আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেয়ার পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এমনকি তিনি সর্বশেষ বিপিএলেও অংশ নেননি। এরই মাঝে প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

আ.দৈ/আরএস
   বিষয়:  একদিন   পরই   সাকিব   নাম   প্রত্যাহার   রূপগঞ্জ   চিঠি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
খেলাধুলা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝