বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। তাঁরা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। এরমধ্যে ডিএনসিসির সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মসকর্তা ও বরিশালের ডিসি এম. অজিয়র রহমান পরিচালক (যুগ্মসচিব) বর্তমানে বাংলাদেশ রাবার বোর্ড। ভোলার সাবেক ডিসি বর্তমানে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সচিব (যুগ্মসচিব)।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
যেসব কর্মকর্তারা ওএসডি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মো. মতিউল ইসলাম চৌধুরী, পরিচালক (যুগ্মসচিব), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ড. সাবিনা ইয়াসমিন যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, ড. মোঃ আতাউল গনি পরিচালক (যুগ্মসচিব), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্মসচিব (সংযুক্ত), সমাজকল্যাণ মন্ত্রণালয়, এম কাজী এমদাদুল ইসলাম, মিনিস্টার স্থানীয় (যুগ্মসচিব)।
এস.এম. মোস্তফা কামাল যুগ্মসচিব (সংযুক্ত), নৌ পরিবহন মন্ত্রণালয়, মোঃ আবুল ফজল মীর, আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বরিশাল, মঈনউল ইসলাম সদস্য-পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, মোঃ ওয়াহিদুজ্জামান সদস্য (যুগ্মসচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এ কে এম মামুনুর রশিদ যুগ্মসচিব, (সংযুক্ত), খাদ্য মন্ত্রণালয়, এস, এম, আব্দুল কাদের, যুগ্মসচিব (সংযুক্ত), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ড. কে এম কামরুজ্জামান সেলিম সদস্য (যুগ্মসচিব), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।
কবীর মাহমুদ পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, (পরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হিসেবে বদলির আদেশাধীন), মোঃ মাহমুদুল আলম, পরিচালক (যুগ্মসচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, হায়াত-উদ-দৌলা খাঁন, পরিচালক (যুগ্মসচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, অঞ্জন চন্দ্র পাল যুগ্মসচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোছাঃ সুলতানা পারভীন, এনডিসি যুগ্মপ্রধান (সংযুক্ত), পরিকল্পনা বিভাগ।
মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিচখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ। মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সচিব (যুগ্মসচিব), জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, মোহাম্মদ হেলাল হোসেন, বিপিএএ যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোঃ আলী আকবর, যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট হিসেবে বদলির আদেশাধীন), মোহাম্মদ দাউদুল ইসলাম যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়, মো. মাজেদুর রহমান খান (৬৬৩৯) যুগ্মসচিব, শিল্প মন্ত্রণালয়, এ জেড এম নুরুল হক যুগ্মসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এস. এম. অজিয়র রহমান পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ রাবার বোর্ড, মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সচিব (যুগ্মসচিব), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।, গোপাল চন্দ্র দাশ যুগ্মসচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, কাজী আবু তাহের (৬৭৩১) যুগ্মসচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়, মো. মিজানুর রহমান পরিচালক (যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি সদস্য (যুগ্মসচিব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), মিজ আনার কলি মাহবুব যুগ্মসচিব (সংযুক্ত), মন্ত্রিপরিষদ বিভাগ, সৈয়দা ফারহানা কাউনাইন (৬৮৯৪) সদস্য (যুগ্মসচিব), বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, মাহমুদুল কবীর মুরাদ সদস্য (যুগ্মসচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আ. দৈনিক/ কাশেম