রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী চালক মো. আব্দুর রাজ্জাক মাতব্বরের ছেলে ও ছাত্রলীগ কর্মী মোঃ রুবেল আহমেদ (৩২) মাতা- তাসলিমা বেগম, গ্রাম- টিক্কাপাড়া, জয়ের খালপার, থানা ও জেলা মাদারীপুর সদরকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানটি তেজগাঁও জোনের উপ-কমিশনার মো: ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় এডিসি ও এসি মোহাম্মাদপুর জোনের তত্ত্বাবধায়নে ওসি, মোহাম্মাদপুর থানার নেতৃত্বে পরিচালিত হয়।
সে বছিলা মেট্রো হাউজিং এলাকায় আত্নগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমআই