ডিএমপির মতিঝিল ট্রাফিক জোনে কর্মরত এএসআই জহির আব্দুল্লাহর আন্তরিকতা ও বিচক্ষণতায় হারিয়ে যাওয়া এক ছেলে ফিরে পেলো তার পরিবার।
মতিঝিল ট্রাফিক জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টায় গুলিস্তান লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালন করাকালে এএসআই জহির আব্দুল্লাহ পাঞ্জাবি পরা ১০ বছরের একটি শিশুকে কান্না করতে দেখেন। তিনি শিশুটির কাছে যান এবং কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি জানায়, তার নাম জুনায়েদ আহমেদ আপন ও তার পিতার নাম কামরুজ্জামান। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার বাখরপুর গ্রামে। সে এখানে কীভাবে এসেছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ছেলেটি বলে এক অপরিচিত লোক প্রলোভন দেখিয়ে তাকে মতলব থেকে ঢাকায় নিয়ে আসে এবং গুলিস্তানে নামিয়ে চলে যায়।
তখন এএসআই জহির আব্দুল্লাহ ছেলেটিকে গুলিস্তান ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন এবং তার বাবার মোবাইল নম্বরে ফোন করে তাকে সেখানে আসতে বলেন। সংবাদ পেয়ে ছেলেটির বাবা সেখানে আসার পর সেখানে আবেগঘন মুহূর্তের তৈরি হয়। ছেলেটিকে আইনানুগ প্রক্রিয়া শেষে তার বাবার নিকট হস্তান্তর করা হয়।
পুলিশের এই আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখে ছেলেটির বাবা ও উপস্থিত জনতা এএসআই জহিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভূয়সি প্রশংসা করে।
এমআই