একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
রাজধানীর কারওয়ান বাজারের একুশে টেলিভিশনের কার্যালয় জাহাঙ্গীর টাওয়ারের আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। শনিবার রাত সাড়ে আটটার দিকে আগুনটি লাগে।
এদিকে আগুনে ওই ভবনের পেয়ালা কফি হাউজ থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়।
এসময় ভবনের ছাদে অনেকে আটকা পড়েন।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমআই