কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিলনমেলায় স্মরণিকা উন্মোচন করেছে ইবি এলামনাই এসোসিয়েশন। এতে ‘ক্যাম্পাস স্মৃতি, ভালো থাকুক আমার প্রিয় ক্যাম্পাস, শান্তিডাঙ্গার সবুজ স্মৃতি, ক্যাম্পাস জীবনের বিক্ষিপ্ত ইতিকথা, ইসলামী বিশ্ববিদ্যালয়: না মরুভূমি না লোকালয়’ ইত্যাদি প্রাক্তন শিক্ষার্থীদের অনুভূতি স্থান পেয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী 'গেট টুগেদার ও সাধারণ সভা ২০২৫' আয়োজন করা হয়। সেখানে 'জুলাই বিপ্লব মিলন মেলা স্মরণিকা' ও 'যে ফুলের ঘ্রাণ চির অম্লান' নামে দুটি মোড়ক উন্মোচন করে তারা।
এ সময় অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ আবদুল হাই সহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।
সাবেক শিক্ষার্থীরা বলেন বই উন্মোচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। স্মরণীকায় প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন লেখনী স্থান পেয়েছে। এগুলো পড়ার মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরা অতীত ও বর্তমানের পার্থক্য বাছ-বিচার করতে পারবে।
আ.দৈ. /কাশেম/ সাকিব