মালদ্বীপ ইমিগ্রেশন দেশটির হুরা আইল্যান্ডে একটি গণঅভিযান চালিয়ে ৪৬ জন অনিয়মিত প্রবাসী শ্রমিককে আটক করেছে। মালদ্বীপ ইমিগ্রেশন জানায়, বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হুরায় অনিয়মিত ভাবে বসবাসকারী আটক ৪৬ অভিবাসীদের অভিবাসনের হেফাজতে নেয়া হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের নাগরিকত্ব প্রকাশ করেনি ইমিগ্রেশন।
২০২৩ সালে মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল। এখন পর্যন্ত ৫ হাজারের ও বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে নির্বাসিত করা হয়েছে।
মালদ্বীপের রাজধানীতে চলমান অভিযান এড়াতে আইল্যান্ডে গুলোতে চলে গিয়েছিলেন। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে আইল্যান্ডেগুলোতে অভিযান পরিচালনা শুরু করে মালদ্বীপ সরকার।
আ. দৈ/এএস