বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ পর্বে পারিশ্রমিক না পাওয়ার কারণে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। এর আগে চট্টগ্রাম পর্বে একই কারণে অনুশীলন বর্জন করেছিলেন তারা। অবশেষে গুঞ্জন সত্যি করে ঢাকায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে রাজশাহী।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের শেষ পর্বে রাজশাহীর একাদশ ছিল পুরোপুরি দেশি ক্রিকেটারদের নিয়ে। বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।
দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রদান
বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলেও দেশি ক্রিকেটারদের বেতন পরিশোধ করা হয়েছে। রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয় পারিশ্রমিক পাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি রাজশাহীর আঞ্চলিক ভাষায় লেখেন, "অল ইজ ওয়েল, লে ঘিরে লে।"
বিসিবির প্রতিক্রিয়া
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, "এটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। বিপিএল নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে। তবে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে, যা অস্বীকার করার উপায় নেই।"
রাজশাহী দলে সংকট
বিপিএলের শেষ পর্বে বিদেশি ক্রিকেটারদের এই অনুপস্থিতি রাজশাহীর পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বারবার পারিশ্রমিক ইস্যুতে রাজশাহী দলে নেতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ায় দলটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।