চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য নিয়মিত অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা দেওয়া হবে না বলে জানানো হয়েছে অর্থ বিভাগের পক্ষ থেকে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যদিও বিষয়টি আজ শুক্রবার (২৪ জানুয়ারি) প্রকাশ্যে আসে।
এদিকে ভাতার দাবিতে আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, রানিং স্টাফদের চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধুমাত্র নিয়মিত রানিং অ্যালাউন্স দেওয়া হবে। কোনো অতিরিক্ত ভাতা পাবেন না তারা। রানিং অ্যালাউন্সের পরিমাণ তাদের মূল বেতনের চেয়ে বেশি হবে না।
চিঠিতে ২০২২ সালের ২১ আগস্টের ৯১ নম্বর স্মারকের (খ) অনুচ্ছেদ অপরিবর্তিত রেখে (ক) অনুচ্ছেদ সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে।
রানিং স্টাফদের অভিযোগ, তারা দীর্ঘ ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পেয়ে আসছেন। এর আওতায় দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করলে তারা মূল বেতনের ভিত্তিতে বাড়তি ভাতা পেতেন। অবসরের পরও এই মাইলেজ সুবিধা তাদের অবসরকালীন অর্থে যোগ করা হতো। কিন্তু ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এই সুবিধা সীমিত করা হয়।
রানিং স্টাফ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান জানান, ২০২২ সালের ১৩ এপ্রিল একবার কর্মবিরতিতে গেলে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে তখন আন্দোলন স্থগিত করা হলেও, দীর্ঘ প্রতিশ্রুতি দেওয়ার পরও সমস্যার কোনো সমাধান হয়নি।
রানিং স্টাফরা জানিয়েছেন, তাদের মাইলেজ সুবিধা, পেনশন হিসাব এবং নিয়োগের শর্ত সংশোধনের দাবি পূরণ না হলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ থাকবে। এর আগে সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।