রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
ব্যাংক-বীমা
কর্মসংস্থান ব্যাংকের কোনো প্রভিশন ঘাটতি নেই
Publish: Sunday, 19 January, 2025, 6:30 PM  (ভিজিট : 24)

জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের সফলতা দৃশ্যমান না হলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ ব্যাংকের উল্লেখযোগ্য সফলতা রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই। পূর্ববর্তী বছর থেকে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন বৃদ্ধি পেয়েছে। এমন সফলতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপক সম্মেলনে বক্তারা। এসময়ে বক্তাগণ নতুন ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ রবিবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্টগুলোতে বৈচিত্রতা রয়েছে। তবে শুধু ঋণ বিতরণ করলেই হবে না, গ্রাহকদের কার্যকর মনিটরিং-ও করতে হবে। অর্থ দিয়ে ঋণ সহায়তার পাশাপাশি তাঁদের বিপদে আপদে বন্ধুর পরিচয় দিতে হবে।

কর্মসংস্থান ব্যাংক-কে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমাদের সম্পদের অভাব রয়েছে কিন্তু চাহিদা বেশি। আমাদের দিক হতে ব্যাংকটিকে সহযোগিতা করবো। এছাড়া দাতা সংস্থা হতে বেশ সাড়া পাচ্ছি। এসময়ে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের দিক নির্দেশনায় নারীদের আর্থিক অন্তর্ভূক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’-র উদ্বোধন ঘোষণা ও উদ্যোক্তাদের নিকট ঋণের চেক বিতরণ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংকিং সেক্টরের বিকাশে খেলাপি ঋণ যেখানে প্রধান অন্তরায়, সেখানে কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র ৩.৬৮ শতাংশ, যা বাণিজ্যিক বা অন্যান্য ব্যাংকের তুলনায় সন্তোষজনক। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা যখন ক্রমাগত বাড়ছে, তখন কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের এই হার সত্যিই প্রশংসার দাবি রাখে।’ অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংক ভালো করেছে। এমন সাফল্যের পেছনের কারিগরদের ধন্যবাদ জানান তিনি।

ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মসংস্থান ব্যাংকের সফলতা তুলে ধরে তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখানে সুদের হার কম, নিট ইনকাম কম, এমনকি ডিপোজিট নেওয়াও সম্ভব নয়। তারপরও কর্মসংস্থান ব্যাংক অদৃশ্যভাবে ভালো কাজ করে যাচ্ছে।
সিএমএসই ঋণ বিতরণে কর্মসংস্থান ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সিএমএস খাতে এ ব্যাংকের কার্যক্রম অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় স্বচ্ছ। এ খাতে রিভলবিং ফান্ডে পুরো টাকাই পেইড আপ ক্যাপিটাল হিসেবে দেওয়া হয়েছে। এতে ব্যাংকের অর্থনৈতিক কর্মকান্ড আরও সুদৃঢ় হবে।

ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এ ব্যাংক ১১ লক্ষাধিক উদ্যোক্তাকে সরাসরি ঋণ সহায়তা প্রদান করেছে যার ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা। এসময়ে তিনি ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’-র মাধ্যমে আরও নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের সকল পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানাসহ প্রধান কার্যালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ ও মাঠ পর্যায়ের সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ উপলক্ষ্যে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি চলতি বছরকে ব্যাংকের জন্য টেকসই উন্নয়নের বছর হিসেবে অভিহিত করেন। এজন্য তিনি মাঠপর্যায়ের সকলের প্রতি ব্যাংকের অগ্রযাত্রাকে আরো বেগবান এবং সামনে এগিয়ে নিতে উদাত্ত আহ্বান জানান।

সম্মেলনে সফল উদ্যোক্তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই সময়ে দুইজন ঋণগ্রহীতা ব্যাংকের সেবা সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আর্থিক সহযোগিতার জন্য ব্যাংক-কে আন্তরিক ধন্যবাদ জানান।


র/আ


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুলাই বিপ্লবে আহত কুবি শিক্ষার্থীদের অনুদান প্রদান
ফরিদপুরে শ্রমিক লীগ সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম সমন্বয়কদের
নেই হুইল চেয়ার নেই 'হাত দিয়ে হাঁটা' স্কুলছাত্র সবুজ
ফরিদপুরের ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যের জায়গা দখল,বাড়িঘর ভাংচুর, লুটপাটের অভিযোগ
ভারতে বসে শেখ হাসিনাও তার দোসররা ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের উন্নয়নে অনুদান দিবে দক্ষিণ কোরিয়া
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আরাকান আর্মির হাতে টেকনাফমুখী ৩ পণ্যবাহী জাহাজ আটক
ব্যাংক-বীমা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝