রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
সর্বজনীন পেনশন সেবায় অংশ নিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সঙ্গে চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
গত সোমবার রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সভাকক্ষে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দউন খান ও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় এসবিএসি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’—এই চারটি কার্যক্রমে গ্রাহক নিবন্ধন এবং অনলাইন ও অফলাইনে মাসিক কিস্তি সংগ্রহের দায়িত্ব পালন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এছাড়া এসবিএসি ব্যাংকের ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান ও এসইভিপি মো. মাসুদুর রহমানসহ জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।