ম্যানচেস্টার সিটি সম্প্রতি নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের সঙ্গে সাড়ে ৯ বছরের একটি নতুন চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির ফলে ২০৩৪ সাল পর্যন্ত হলান্ড এতিহাদ স্টেডিয়ামে থাকবেন। যদিও ম্যানসিটির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, টানা চারবার লিগ শিরোপা জয়ের পর এবার শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।
চুক্তি সই করার পর হলান্ড বলেন, "ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব, যা প্রতিভা এবং সাফল্যের জন্য অসাধারণ। কোচ, স্টাফ এবং আমার সতীর্থরা আমাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করেছেন। আমি সিটির হয়ে আরও অনেক সাফল্যের স্বপ্ন দেখি এবং এই ক্লাবকে সেরা অবস্থানে রাখতে কাজ চালিয়ে যেতে চাই।"
তিনি আরও যোগ করেন, "আমি এখন সিটির অংশ, আমার লক্ষ্য সেরা হওয়া এবং ক্লাবকে আরও সাফল্য এনে দেওয়া।"
২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হলান্ড। ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত তিনি ১২৬ ম্যাচে ১১১টি গোল করেছেন, যা তাকে ক্লাবটির অন্যতম সফল স্ট্রাইকারে পরিণত করেছে। তার পারফরম্যান্সে সিটি জিতেছে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
আ. দৈ./ সাধ