ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সকল রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন ভবনের মালামাল ইত্যাদি উচ্ছেদে একযোগে ১০টি অঞ্চলে অভিযান শুরু হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে ডিএনসিসি'র ১০টি অঞ্চলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেছেন,জনদূর্ভোগ নিরসনে এই অভিযান চলমান থাকবে।
তিনি জানান, গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি তারিখ পর্যন্ত সাত দিনে ডিএনসিসি'র ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়াও ডিএনসিসি'র বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোট ২০ টি মামলায় ০১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আ. দৈ./ কাশেম