সোনালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকটির সকল কার্যক্রমে অভ্যন্তরীণ স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ঝুঁকি এড়িয়ে নিরাপত্তা নিশ্চিতকরণে ‘প্রেজেন্টেশন অন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স’ শীর্ষক এক সভা বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অডিট কমিটির সদস্যবৃন্দ এবং ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, ব্যাংকের চিফ অডিটর (অতিরিক্ত দায়িত্ব) মো. আলী আশরাফ আবু তাহের, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ স্বশরীরে এবং সকল জেনারেল ম্যানেজারস’ অফিস, প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা ও শাখা প্রধানগণ অনলাইনে অংশগ্রহণ করেন।
র/আ