'জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে লিফলেট বিতরণ কার্মসূচী শুরু করেন তারা।
জাতীয় নাগরিক কমিটির নীলফামারী জেলা প্রতিনিধি সাইদুজ্জামান বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ লিওন। শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করেন তারা।
সংগঠক লিওন বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরে ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থানে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্র- জনতার জুলাই অভ্যুত্থান এক অবিস্মরণীয় ঘটনা। যার মাধ্যমে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা ব্যাবসার অবসান ঘটে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের জনগণ কীভাবে ভয়াবহ এই ফ্যাসিবাদী জিঞ্জির ছিন্ন করেছে ঘোষণা পত্রে তার উল্লেখ থাকতে হবে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান আশিক, আযম, আলিফ সিদ্দিকী প্রান্তর, রতন সরকার রত্ন, বোরহান আহমেদ, রইসুল ইসলাম অম্লান প্রমুখ।
আ. দৈ. /কাশেম/হারুন