সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাহসান-রোজার।
বিয়ের পরপরই নানা আলোচনা-সমালোচনা শুরু হয় এই বিয়ে নিয়ে। তবে সেসব পাশে রেখে ৭ জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তাহসান ও রোজা।
হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তাহসান ও রোজা আহমেদের মধুচন্দ্রিমার ছবি ও ভিডিও।
রোববার (১২ জানুয়ারি) তাহসান কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট না করলেও স্ত্রী রোজা আহমেদ বেশকিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
ছবি ও ভিডিওর ক্যাপশনে রোজা লিখেছেন, জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক!
এদিকে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মধুচন্দ্রিমায় সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। এ সময় তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক। আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রিকোয়াটার প্যান্ট।
গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য আর নব দম্পতির খুশি মিলেমিশে একাকার ছবিতে। রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নব দম্পতি। যা দেখে নেটিজেনরা বলছেন, জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি।
আ.দৈ/এআর