পটুয়াখালীর বাউফলে এক কৃষকের জমির ধান লুট করে নিয়ে গেছে বিএনপি নেতা ও তার সহযোগীরা। ওই সময় তারা কৃষকের হালের তিনটি বলদ ও জোর করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির চর রায়সাহেবে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকার পতনের পরে একের পর এক জমি, মাছের ঘের ও মহিষ গরু নিয়ে বিক্রি করে ত্রাসের রাজত্ব কায়েম করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেল্লাল ব্যাপারী ও তার সহযোগী ০১নং ওর্য়াড সভাপতি শাহ আলম রাঢ়ী। এর আগে ওই ইউনিয়নে ত্রাসের রাজত্ব ছিলো সাবেক সাংসদ আসম ফিরোজের ভাতিজা ও ইউপি চেয়ারম্যান আলকাস মোল্লার। তার আমলে যুবলীগ কর্মীরা একাধীক চুরি ডাকাতী করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। যার অনেক মামলা আদালতে চলমান।
গত ৫ আগস্টে সরকার পতনের পরে উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসী স্বস্তির নি:শ্বাস ছাড়লেও শুরু হয় নতুন রাজত্ব। সেই রাজত্বে একের পর এক কৃষকের গরু চুরি, পুকুরের মাছ লুট, ধান কেটে নিয়ে যাওয়া ও কৃষকদের একসনা ক্রয়কৃত সম্পত্তি দখল করে তরমুজ চাষে লিপ্ত হন বিএনপি নেতারা। সম্প্রতি বশির ফকির ও মোস্তফা ফকিরের ২৮ একর কৃষি জমির ধান লুট করে নিয়ে যায় ইউনিয়ন বিএনপি নেতা বেল্লাল বেপারী। এছাড়া প্রতিনিয়ত একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন তারা। তাদের নিয়ে বিএনপির অন্যান্য কর্মী সমর্থকরা বিভ্রান্তিতে পড়েছেন।
স্থানীয় কৃষক হেলাল হাওলাদার ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কালাম হাং ঘটনার সত্যতা দাবী করে বলেন, তাদের সকল অপকর্ম বিএনপির উপরে এসে পড়ছে। উপজেলা বিএনপির আহবায়ক মুনির হোসেনের ক্ষমতার প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন ইউনিয়ন সভাপতি। আমরা দলের ভাবমূর্তী রক্ষার্থে তার অপসরণ চাচ্ছি।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারী জানান, আমি তিন লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে মন্টু হাজির কাছ থেকে একসনা জমি ক্রয় করেছি। তবে গরু নেওয়ার বিষয়টি হাস্যকর। বিষয়টি নিয়ে হাজী মন্টু জানান, আমি ঢাকায় থাকি। আমি জমি বিক্রি করেছি স্থানীয় কৃষক বশির ও মস্তফা ফকিরের কাছে। তবে বিএনপি নেতারা তার জমির ধান লুট করে নিয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নাই। এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন জানান, এরকম কোন ঘটনা আমার জানা নেই। কিছু ঘটে থাকলে জড়িতদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আ.দৈ./ কাশেম/নাজিম