বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।তবে সেটা পারবে না। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে।
তিনি বলেন, কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি।
আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই।
মির্জা ফখরুল বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো সবমিলিয়ে। আওয়ামী সরকারের ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থান ভঙ্গুর। আমরা সংস্কার চাই না এটা ভুল। আমরা সংস্কার ও চাই দ্রুত নির্বাচনও চাই। কারণ নির্বাচন হলে সকল সংকট কেটে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সেই উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি।
এ বি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম জাতীয় কাউন্সিল করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা সম্মেলন উদ্বোধন করেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঐক্য অটুট রাখার কথা তুলে ধরেন।
আ. দৈ/ আফরোজা