রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক চূড়ান্ত হয়েছে। এ তথ্য ট্রাম্প নিজেই জানিয়েছেন। তবে বৈঠকের নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত করেননি তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে তিনি সম্মতি পেয়েছেন। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে বক্তৃতাকালে এ তথ্য জানান তিনি।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ এখনও আসেনি।
ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই ইউক্রেনের যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিয়েভের জন্য সামরিক ও আর্থিক সহায়তা পুনর্বিবেচনার কথা জানিয়েছেন।
ট্রাম্প বলেন, পুতিনও যুদ্ধের অবসান চান। এ লক্ষ্যে তিনি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিথ কেলগকে ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। কেলগ মনে করেন, কেবল ইউক্রেন যদি শান্তি আলোচনায় রাজি হয়, তখনই তাদের সহায়তা করা উচিত।
আ. দৈ./ সাধ