ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয়জনের অশনাক্ত লাশের সন্ধান পেয়েছে জুলাই অভ্যুত্থানবিষয়ক সেল।
আজ শুক্রবার ঢামেকের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেল সম্পাদক হাসান ইনাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুসন্ধানে জানা গেছে, ঢামেকের মর্গে থাকা এই ছয়টি লাশ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের। শুক্রবার সকালে সেলের একটি টিম শাহবাগ থানায় গিয়ে লাশগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করে।
শাহবাগ থানা প্রাথমিকভাবে জানিয়েছে, এই লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের। তবে লাশগুলোর পরিচয় এবং মৃত্যুর সঠিক সময় ও তারিখ জানা যায়নি। থানার ওসি খালিদ মনসুর জানান, লাশগুলো ঢামেকের ফরেনসিক মর্গে রাখা হয়েছে।
হাসান ইনামের তথ্য অনুযায়ী, লাশগুলোর মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি এনামুল (২৫)। পাঁচজন পুরুষের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং নারীর বয়স ৩২ বছর। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ আঘাতজনিত এবং এনামুলের ক্ষেত্রে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ উল্লেখ করা হয়েছে।
মৃতদেহগুলো শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই অজ্ঞাত লাশগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে।
আ. দৈ./ সাধ