ময়মনসিংহে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ'র (রহ.) মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা। এসময় মাজারে মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান চলছিলো। বুধবার ৮ (জানুয়ারী) রাত ১০ টার দিকে অনুষ্ঠান চলাকালীন সময়ে এ হামলা-ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাউল শিল্পী মিজান বলেন, ৪৫ বছর ধরে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ'র (রহ.) মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন হয়নি। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, একদল হুজুর এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন ভক্ত আহত হয়েছে। এ সময় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করা হয়। হামলার পর রাতেই আবার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ'র (রহ.) মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা।
জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা সারোয়ার হোসেন বলেন, কাওয়ালি অনুষ্ঠানে নারী-পুরুষ এক সাথে নাচ গান করছিল। এমন পরিস্থিতি সাধারণ মুসুল্লি ও মাদ্রাসার কিছু ছাত্র হামলা চালিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদ্রাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চে ভাঙচুর চালিয়েছে। কাওয়ালি মঞ্চ ভাংচুর করে ফিরে যাওয়ার সময় হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ'র (রহ.) মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা। কাওয়ালি অনুষ্ঠানে হামলায় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আ. দৈ. /কাশেম/ এনায়েত