যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকা। এ দাবানলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় পুরো মেট্রোপলিটন অঞ্চল ঢেকে গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানল মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষ ও দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের কোচেল্লা ভ্যালিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনাও বাতিল করা হয়েছে।
প্যাসিফিক প্যালিসেডসের ২,৯২১ একর (১,১৮২ হেক্টর) জমি পুড়ে গেছে। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাস দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে। টপাঙ্গা ক্যানিয়ন থেকে দাবানল দ্রুত প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা হেঁটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকেই গাড়ি ফেলে যেতে বাধ্য হয়েছেন।
লস অ্যাঞ্জেলেস ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানান, এখনও পর্যন্ত কেউ আহত হয়নি, তবে ১০ হাজার বাড়ি ও ২৫ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছেন। দমকলকর্মীরা সাগর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। গেটি ভিলা মিউজিয়ামের চারপাশে আগুন লাগলেও মূল্যবান শিল্পকর্ম রক্ষা করা সম্ভব হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ৫০ থেকে ৮০ মাইল প্রতি ঘণ্টা (৮০ থেকে ১৩০ কিমি প্রতি ঘণ্টা) গতির বাতাস ও শুষ্ক আবহাওয়ায় দাবানলের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। হলিউড তারকা জেমস উডস ও স্টিভ গুটেনবার্গসহ অনেকেই নিরাপদ স্থানে পৌঁছেছেন, তবে তাদের বাড়ির অবস্থা এখনও নিশ্চিত নয়।
আ. দৈ./ সাধ