শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
নজর রাখছে আইসিসি ও আকসু
বিপিএলে ফিক্সিংয়ের আভাস
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 8 January, 2025, 6:29 PM  (ভিজিট : 50)
ছবি:আ.দৈ সম্পাদিত।

ছবি:আ.দৈ সম্পাদিত।

ক্রিকেটের মাঠে খেলা ছাড়াও আবেগের ছোঁয়া থাকে, যা মাঝে মাঝে জীবন-মরণ ব্যাপার হয়ে ওঠে। তবে কখনো কখনো ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা, যা সব কিছু এলোমেলো করে দেয়। এমন ঘটনার পেছনে থাকে গভীর কোনো কাহিনি, যা স্বাভাবিকভাবে চলতে থাকা ক্রিকেটকে ব্যাহত করতে পারে।

অপ্রত্যাশিত ঘটনাগুলো যেন ক্রিকেটের যাত্রা থামাতে না পারে, সেজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বদা সতর্ক নজরদারি চালিয়ে যায়। তবে এর পরও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, বিশেষত ২০ ওভারের টুর্নামেন্টগুলোতে, ম্যাচ ফিক্সিংয়ের প্রভাব ব্যাপকভাবে দেখা যায়।

গত বছর ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বাংলাদেশে সাড়া ফেলে। সেখানে বলা হয়, গত দুই বছরে বিপিএলে ৩০টিরও বেশি দুর্নীতির ঘটনা ঘটেছে। তবে এইসব ঘটনায় তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চলতি বিপিএলে বেশ কিছু সন্দেহজনক ঘটনা ঘটেছে, যা নিয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) তীক্ষ্ণ নজরদারি করছে।

তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বোলার ওশানে থমাস এক ওভারে ১৫ রান দেন, যার মধ্যে ছিল চারটি নো বল এবং দুটি ওয়াইড। এরপর খুলনার কোচ তালহা জুবায়ের ওশানের ফিটনেসের ঘাটতির কথা বলেন এবং তার নো বল করার প্রবণতাও উল্লেখ করেন।

এছাড়াও দুর্বার রাজশাহীর পেসার শফিউল ইসলাম ধারাবাহিকভাবে পাওয়ারপ্লেতে অতিরিক্ত রান দিয়ে সন্দেহ সৃষ্টি করেছেন। ৩৫ বছর বয়সী এই পেসারের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে।

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ ওভারে ৫১ রান দিয়ে সন্দেহের জন্ম দিয়েছেন। বাউন্ডারি ছোট এবং উইকেট বোলারদের পক্ষে না থাকায় এমনটি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকার বোলার আলাউদ্দিন বাবুর পরপর তিনটি ওয়াইড বল এবং আফগান স্পিনার আমির হামজার নো বলও আলোচনার কেন্দ্রে রয়েছে। স্পিনার হয়ে এমন নো বল করায় অনেকের মনে প্রশ্ন জেগেছে।

বিসিবির আকসু প্রধান মেজর রাইয়ান আজাদ জানিয়েছেন, তাদের দল নিয়মিত কাজ করছে এবং অনিয়মের তথ্য পেলে তারা ব্যবস্থা নেবে। কেউ যদি অনিয়মের বিষয়ে কিছু জানেন, তাদের তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

আ. দৈ./ সাধ



   বিষয়:  আইসিসি   বিপিএল   আকসু   ফিক্সিং  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
ইসিকে সরঞ্জাম সহায়তা দেবে ইউএনডিপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝