পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট আয়োজনের পরিকল্পনা ছিল বেলুচিস্তানের গাওয়াদারে। তবে শেষ মুহূর্তে কারিগরি সমস্যার কারণ দেখিয়ে ড্রাফটটি সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ড্রাফটটি এখন অনুষ্ঠিত হবে লাহোরে।
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের বরাতে জানা গেছে, ড্রাফটের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বের পরিকল্পনা অনুযায়ী ১১ জানুয়ারিতে ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটি ১৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
পিসিবি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় অনেকেই ধারণা করছেন, এটি ড্রাফট সরিয়ে নেওয়ার অন্যতম কারণ হতে পারে।
বেলুচিস্তান লিবারেশন আর্মির হামলা ও সন্ত্রাসী কার্যকলাপ এই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। যদিও পিসিবি সরাসরি নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেনি।
অন্যদিকে, পিএসএল ড্রাফটের আগে টুর্নামেন্টের ছয়টি দল তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার রিটেইন করতে পারবে। বেশিরভাগ দলই ৮ জনকে রিটেইন করেছে, তবে করাচি কিংস, মুলতান সুলতানস এবং পেশোয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।
আ. দৈ./ সাধ