বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচে জয়ের পর নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে উত্তরবঙ্গের দলটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে রংপুর তাদের জয়রথ অব্যাহত রেখেছে। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস চার ম্যাচে চারটি হার নিয়ে কঠিন অবস্থায় আছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠানো হয় ঢাকাকে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ১৬ ওভার ৩ বলেই ১১১ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান তামিম। রংপুরের পক্ষে নাহিদ রানা ৩ উইকেট শিকার করেন।
১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ওপেনার আজিজুল হাকিম তামিম মাত্র ৫ রান করে আউট হন। এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের জুটি ৪৪ রান যোগ করেন। হেলস ২৭ বলে ৪৪ রান করেন, সাইফ করেন ১৫ বলে ১৩ রান।
পরবর্তী সময়ে ইফতিখার আহমেদ ও খুশদীল শাহের ব্যাটিংয়ে ৪০ বল বাকি থাকতেই রংপুর জয় নিশ্চিত করে। ইফতিখার অপরাজিত থাকেন ১২ বলে ৯ রান করে, আর খুশদীল করেন ১৩ বলে ২৭ রান।
এই জয়ে রংপুর রাইডার্স তাদের শীর্ষস্থান আরও সুসংহত করেছে।
আ. দৈ./ সাধ