এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে ৮ জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন, যাঁদের মধ্যে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদসহ অন্যান্য তারকারা শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।
আগামী শনিবার বেলুচিস্তানের গোয়াদারে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে, যা আগের নয়টি আসরের চেয়ে ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। এবার ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন, যাঁদের মধ্যে আইপিএলে দল না পাওয়া অনেক খেলোয়াড়ও রয়েছেন।
পিএসএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় ধরে রাখতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডসহ অন্যান্য দলগুলো নিজেদের প্রিয় খেলোয়াড়দের ধরে রেখেছে।
বাংলাদেশি খেলোয়াড়দের পাশাপাশি এই ড্রাফটে ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপটিল, জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ নবীসহ অন্যান্য আন্তর্জাতিক তারকারাও অংশ নিচ্ছেন।
চলতি বছর আইপিএল ও পিএসএল একই সময়ে অনুষ্ঠিত হবে, যা ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনার কারণ হতে পারে।
আ. দৈ./ সাধ