মন্টিনিগ্রোর সেটিনজে শহরে ভয়াবহ বন্দুক হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন ৪৫ বছর বয়সী হামলাকারী আলেকজান্ডার মার্টিনোভিচ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিলো সারানোভিচ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, হামলাটি শুরু হয় বুধবার বিকেলে সেটিনজের একটি রেস্তোরাঁয়। তর্ক-বিতর্কের জেরে মদ্যপ অবস্থায় মার্টিনোভিচ রেস্তোরাঁর ভেতরে গুলি চালান, যাতে ঘটনাস্থলেই চারজন মারা যান। সেখান থেকে পালিয়ে পৃথক তিনটি স্থানে হামলা চালান তিনি। এতে দুই শিশুসহ আরও ছয়জন নিহত হন এবং গুরুতর আহত হন চারজন।
শেষ পর্যন্ত নিজের বাড়ির সামনে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, মার্টিনোভিচের বিরুদ্ধে আগে থেকেই অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল। মন্টিনিগ্রোর মতো ছোট বলকান রাষ্ট্রে এমন বন্দুক হামলার ঘটনা খুবই বিরল বলে জানিয়েছে বিবিসি।
(তথ্যসূত্র: এনডিটিভি ও বিবিসি)
আ.দৈ./সাধ